সারা বাংলা

মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা বেষ্টিত চরাঞ্চলের কাঁঠালবাড়ী ও চরজানাজাত ইউনিয়নে নদী ভাঙন দেখা দিয়েছে। কাঁঠালবাড়ীর কাউলিপাড়া দারুল উলুম কওমী মাদ্রাসাসহ শতাধিক বাড়ি-ঘর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর-বাড়ি, স্থাপনা সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে আক্রান্তরা। হুমকিতে রয়েছে এ দুটি ইউনিয়নের কয়েকটি স্কুল, একটি ইউনিয়ন পরিষদ ভবনসহ শত শত ঘর-বাড়ি। পানি বাড়ায় এ দুটি ইউনিয়ন ছাড়াও চরাঞ্চলের মাদবরচর ও বন্দরখোলা ইউনিয়নের হাজার হাজার পরিবার পানিবন্দি জীবনযাপন করছে। অনেকের ঘরে পানি ঢুকেছে। বন্যা আক্রান্তরা মানবেতর জীবনযাপন করলেও এখনো ত্রাণ তৎপরতা শুরু হয়নি। অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কাঁঠালবাড়ী ঘাটে ফেরিতে গাড়ি ওঠা-নামার পল্টুন তলিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন ঘাট কর্তৃপক্ষ পল্টুন মেরামত করছে। দূরপাল্লার গাড়ি ঝুঁকি নিয়ে পল্টুন দিয়ে ফেরিতে ওঠা-নামা করছে। বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন মিয়া জানান, পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে কাঁঠালবাড়ী ফেরিঘাটের পল্টুনের র‌্যাম মাঝে মাঝে উঠানো-নামানো হচ্ছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক আছে। ঘাটে ১৬টি ফেরি স্বাভাবিকভাবেই চলাচল করছে। রাইজিংবিডি/মাদারীপুর/১৭ আগস্ট ২০১৭/বেলাল রিজভী/বকুল