সারা বাংলা

১৪টি সোনার বারসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত থেকে ১৪টি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার বিকেলে ভারতে পাচারের সময় সোনার বারসহ এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার নাম কদর আলী। তিনি বেনাপোলের দৌলতপুর গ্রামের মৃত আমানত মোড়লের ছেলে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বড় আঁচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে কদর আলীকে গ্রেপ্তর করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৪টি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার মূল্য ৫৬ লাখ টাকা বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত কদর আলীকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। রাইজিংবিডি/যশোর/১৮ আগস্ট ২০১৭/বি এম ফারুক/বকুল