সারা বাংলা

বঙ্গবন্ধু সেতুরক্ষা বাঁধের গাইড বাঁধে ভাঙন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর রক্ষা বাঁধের গাইড বাঁধের পাথর যমুনা নদীর বন্যার পানিতে সরে গেছে। শনিবার বিকেলে সেতুর পূর্ব পাড়ের দক্ষিণ পাশের ব্রিজরক্ষা বাঁধের দ্বিতীয় অংশের শেষ ভাগের গাইড সরে পড়ে।  ফলে ওই এলাকার বাঁধের পূর্ব পাশে থাকা মানুষ ভাঙন আতংকে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে সেতু কর্তৃপক্ষের ভূঞাপুর সাইড অফিসের সহকারী প্রকৌশলী মো. ওয়াশিম আলী জানান, ব্রিজের গাইড বাঁধ থেকে ১২শ’ মিটার দক্ষিণে দ্বিতীয় গাইডবাঁধের কিছু পাথর সরে গেছে। এতে ভয়ের তেমন কিছু নাই। আমাদের ক্লোজ মনিটরিংয়ের কাজ চলছে। মনিটরিং শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাইজিংবিডি/টাঙ্গাইল/১৯ আগস্ট ২০১৭/শাহরিয়ার সিফাত/রুহুল