সারা বাংলা

ষাড়ের নাম বিট্টু মহারাজ

বাগেরহাট প্রতিনিধি : ষাড়ের নাম বিট্টু মহারাজ।গায়ের রং কালো।১০ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উঁচু ২ বছর ১১ মাস বয়সী ষাড়টির ওজন ৩৬ মন। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার অজপাড়া গাঁ শৈলখালীর একটি খামারে অস্ট্রোলিয়ান ফ্রিজিয়ান গাভীর জন্ম দেওয়া ষাড়টি ইতিমধ্যেই স্থানীয়দের দৃষ্টি কেড়েছে । বিট্টু মহারাজকে নিয়ে কৌতুহলের শেষ নেই এলাকাবাসীর । তাই বিট্টুকে পালনকারী খামারি অনুজ কুমার হালদার উচ্ছ্বসিত। তিনি বিট্টুকে এবারের কোরবানির ঈদে ২৫ লাখ টাকায় বিক্রি করতে চান । অনুজ কুমার হালদার বলেন, ‘৫ বছর আগে একটি অস্ট্রোলিয়ান ফ্রিজিয়ান গাভী কিনে নিজ বাড়িতে লালন-পালন শুরু করি। গাভীটি দুই বছর পর এই বিট্টু মহারাজের জন্ম দেয়। প্রাণি সম্পদ বিভাগের পরামর্শ নিয়ে অনেক আদর-যত্নে বড় করি বিট্টুকে।’ অনুজ আরো জানান, ‘বিট্টুকে ভাত, কলা, পেয়ারাসহ বিভিন্ন দেশি খাবার খাওয়ানো হয় । বিট্টুকে ভালো রাখতে খামারে চারটি ফ্যান লাগনো হয়।’ অনুজের দাবি, খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় ষাড় তার বিট্টু মহারাজ। কোরবানি যতই এগিয়ে আসছে বিট্টুকে দেখতে উৎসুক মানুষের ভিড় ততই বাড়ছে। অনুজ হালদার আরো বলেন, ‘বিট্টু মহারাজ আমার খুব আদরের।  ওকে আমার পরিবারের সদস্য মনে করি। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনজনের সংসার আমার। পরিবারের সবাই বিট্টুকে খুবই ভালবাসি। ওকে বিক্রি করার পর আমাদের সবারই খুব খারাপ লাগবে।’ দামের ব্যাপারে অনুজ বলেন, ‘যে মায়া-মমতা দিয়ে বিট্টুকে আমি পালন করেছি, তার দাম কেউ দিতে পারবে না। আমি আশা করি  বিট্টুর দাম ২৫ লাখ টাকা হবে।’ বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খান শাহিদুজ্জামান বলেন, বাগেরহাট জেলায় বেশ কয়েকটি বড় ধরনের গরুর খামার রয়েছে। এ খামারের মালিকরা আমাদের পরামর্শ নিয়ে পশু পালন করছে। রাইজিংবিডি/বাগেরহাট/২২ আগস্ট ২০১৭/আলী আকবর টুটুল/টিপু