সারা বাংলা

ডেপুটি স্পিকারের নামে ফেসবুক আইডি, কলেজছাত্র আটক

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি চালানোর অভিযোগে শাকিল আহম্মেদ (১৯) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বুধববার সকালে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শাকিল আহম্মেদ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামের রাজিউল ইসলামের ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। মোস্তাফিজুর রহমান জানান, শাকিল ডেপুটি স্পিকারের নামে ফেসবুক আইডি খোলেন। ওই আইডি থেকে শাকিল প্রায়ই ব্যক্তিগতসহ বিভিন্ন রাজনৈতিক পোস্ট দিতেন। বিষয়টি ডেপুটি স্পিকারের নজরে আসলে তিনি ডিএমপিতে একটি জিডি করেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকা থেকে শাকিল আটক করা হয়। রাইজিংবিডি/গাইবান্ধা/২৩ আগস্ট ২০১৭/মোমেনুর রশিদ সাগর/উজ্জল