সারা বাংলা

গুলিবিদ্ধ রোহিঙ্গারা চিকিৎসার জন্য আসছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমারে সাম্প্রতিক সেনা অভিযানে সেনাবাহিনীর গুলিতে এবং আগুনে পুড়ে আহত রোহিঙ্গারা একের পর এক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হচ্ছে। মঙ্গলবার সকালেও গুলিবিদ্ধ ও আগুনে দগ্ধ এক নারীসহ দুই রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এসব রোহিঙ্গাদের কক্সবাজার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেকে হাসপাতালে পাঠানো হচ্ছে। মঙ্গলবার দুইজনসহ গত এক সপ্তাহে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে ১৬ জন রোহিঙ্গা নারী-পুরুষকে। এদের মধ্যে গত শনিবার একজন মারা যায়। অন্যরা এখনো চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন রাইজিংবিডিকে জানান, মঙ্গলবার সকালে কক্সবাজার হাসপাতাল থেকে গুলিবিদ্ধ এবং অগ্নিদগ্ধ এক নারীসহ ২ রোহিঙ্গা নাগরিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- আবদুর রশিদ (২০) ও খালেদা আক্তার (১৭)। এ ছাড়া এর আগে হাসপাতালে নিয়ে আসা আরো ১৩ জন চিকিৎসাধীন। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৯ আগস্ট ২০১৭/রেজাউল/এসএন