সারা বাংলা

পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্র’র আবির্ভাব মহোৎসব শুরু

পাবনা প্রতিনিধি : পাবনার হিমাইতপুর আশ্রমে তিনদিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩০তম আবির্ভাব-তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান মহোৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা আটটায় প্রধান অতিথি হিসেবে এই মহোৎসবের উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। হিমাইতপুর আশ্রমের ঋত্বিক সচিব ড. রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু মহাজোটের সেক্রেটারি গোবিন্দ চন্দ্র প্রামানিক ও সহ প্রতি ঋত্বিক পঙ্কজ কুমার মৃধা। তিনদিনব্যাপী মহোৎসবের আহবায়ক ড. নরেশ মধুর পরিচালনায় সমকালীন ভাবনা ও ঠাকুর অনুকূলচন্দ্র শীর্ষক আলোচনা সভায় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, মৃণাল কান্তি মল্লিক ও দোলন কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সম্পাদক যুগল কিশোর ঘোষ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বে সংঘাতপূর্ণ সময় চলছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে ঠাকুরের কর্মময় জীবন ও তার দার্শনিক চিন্তাভাবনাকে অনুসরণ করতে হবে। ঠাকুরের আবির্ভাব মহোৎসবে বসেছে মেলার পসরা। স্থান করে নিয়েছে নানা ধরনের স্টল ও নাগরদোলা। দেশ-বিদেশ থেকে এসেছে প্রচুর ভক্ত, অনুসারী ও দর্শণার্থী । এদিকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা রোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। উল্লেখ্য, বুধ ও বৃহস্পতিবার এই মহোৎসব চলবে। পূর্ব নির্ধারিত কর্মসূচী যথাযথ ভাবেই সময় মেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। রাইজিংবিডি/পাবনা/৩০ আগস্ট ২০১৭/শাহীন রহমান/টিপু