সারা বাংলা

ঢাকা-আরিচা মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি : ঈদ যাত্রার শেষ দিনে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়ার সহকারী মহাব্যবস্থাপক জিল্লূর রহমান জানান, ‘১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। তবে, নদীতে স্রোত থাকায় পারাপারে অতিরিক্ত সময় লাগছে। তা ছাড়া যানবাহনের বেশি চাপ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা পাড়ে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে যাত্রীদের নিরাপদে পার করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের অন্য রুটের প্রচুর গাড়ি ঢুকে পড়ায় মহাসড়কে রয়েছে যানবাহনের তীব্র চাপ। যানবাহনের চাপের কারণে মহাসড়কে যানবাহন চলছে অনেকটাই ধীর গতিতে। রাইজিংবিডি/মানিকগঞ্জ/১ সেপ্টেম্বর ২০১৭/আশরাফুল আলম লিটন/এসএন