সারা বাংলা

আ.লীগকে আলোচনায় বসার আহ্বান ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে আলোচনায় বসার আবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই এ দেশে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নিবার্চন হবে। যে দল নির্বাচিত হবে, তাদের আমরা দেশ চালানোর জন্য ফুলের মালা দেব। কিন্তু কাউকে নির্বাচন করতে দেবেন না, সবাইকে দূরে ঠেলে রাখবেন, এটা হতে পারে না।’ রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভেলাজান ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ সব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যদি আগামী দিনে ভোট হয়, আমাদের ভোট কাউকে দিতে দেব না।’ তিনি বলেন, ‘বিএনপির শুধু একটাই দাবি। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিবার্চন চাই, সেজন্য আগে থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’  এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ। রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৩ সেপ্টেম্বর ২০১৭/তানভীর হাসান তানু/বকুল