সারা বাংলা

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মা নদীর স্রোত তীব্র হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি  চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে নদী পারাপারে।  এতে ঘাটে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শত যানবাহন। ফলে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে দৌলতদিয়া ঘাটে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নদী পারের অপেক্ষায় রয়েছে কয়েক শত যানবাহন। যাত্রীদের কথা মাথায় রেখে ঘাটে যানজটের চাপ কমাতে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ গোয়ালন্দ মোড় এলাকা থেকে পণ্যবাহী ট্রাক আটকে দিচ্ছে। ফলে এখানেও দেড় শতাধিক ট্রাক নদী পারের অপেক্ষায় রয়েছে। অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, স্বাভাবিক সময়ে নদী পার হতে সময় লাগে ৩০ মিনিট। নদীতে তীব্র স্রোতে থাকার কারণে এখন সময় লাগছে দ্বিগুণ। যার কারণে  ঘাটে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে গাড়ি পারাপারের জন্য ১৮টি ফেরি নিয়মিত চলাচল করছে। রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম জানান, ঘাটে যানজটের সৃষ্টি হওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক ঘাট এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাইজিংবিডি/রাজবাড়ী/০৬ সেপ্টেম্বর ২০১৭/সোহেল মিয়া/বকুল