সারা বাংলা

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সেবা গ্রিন লাইন বাসের চালক ফরিদপুর সদরের জয়রামপুর এলাকার জিহাদ মোল্লা (২৯), বাসের সুপারভাইজার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চানপুর গ্রামের ইব্রাহিম মিয়া (৩৫), বাসের হেলপার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের ফায়েকুজ্জামান মোল্লা (৫০) এবং রংপুরের বাসিন্দা সেলিনা আক্তার (২৯)। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সেবা গ্রিন লাইনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও ২০ জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাইজিংবিডি/গোপালগঞ্জ/৯ সেপ্টেম্বর ২০১৭/বাদল সাহা/উজ্জল