সারা বাংলা

গুলিবিদ্ধ ৪ রোহিঙ্গা চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরো ৪ রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার ভোরে এই রোহিঙ্গা নাগরিকদের কক্সবাজার থেকে চমেকে নিয়ে আসা হয়। তারা হলেন-ইমাম ফরিদ (১৭), শওকত উল্লাহ (২৮), আবু তাহের (২১) ও আবদুল করিম (১৯)। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন গুলিবিদ্ধ ৪ রোহিঙ্গা নাগরিক চমেকে ভর্তি হওয়ার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে প্রথমে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চমেকে আনা হয়। হাসপাতালে ভর্তির পর তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে গত ১৫ দিনে মিয়ানমারে সহিংসতায় আহত ও বিভিন্ন রোগে অসুস্থ শতাধিক রোহিঙ্গা নাগরিক চমেকে ভর্তি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।  

   

রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/রুহুল