সারা বাংলা

রাজশাহীতে সাত জামায়াত-শিবির কর্মীসহ গ্রেপ্তার ৫০

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের সাতকর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আরএমপি’র মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী শিবিরের সাত নেতা-কর্মী হলেন- নগরীর মতিহার থানা এলাকার শিবিরকর্মী সোহান আলী (২২), মিনহাজ সিরাজ ওরফে মুন্না (২৩), খাইরুল আলম ওরফে সবুজ (২২), তাফসিরুল হক ওরফে দিপু (২২), তুষার আলী (২০), একাব্বর আলী (৫০) এবং শাহ মখদুম থানা এলাকার ইয়াহিয়া (৪০)। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোয়ালিয়া মডেল থানা থেকে ১৭ জন, রাজপাড়া থানা থেকে ১৮ জন, মতিহার থানা থেকে ১০ জন, শাহ মখদুম থানায় চার জন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তর করে। এর মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাইজিংবিডি/রাজশাহী/১২ সেপ্টেম্বর, ২০১৭/তানজিমুল হক/বকুল