সারা বাংলা

বজ্রপাত প্রতিরোধে ১২ হাজার তালগাছ রোপণ

নাটোর প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ ‘বজ্রপাত’ প্রতিরোধে নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ১২ হাজার তালগাছ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রা লেখা নাজনীন, জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামানসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। রাইজিংবিডি/নাটোর/১৪ সেপ্টেম্বর ২০১৭/আরিফুল ইসলাম/উজ্জল