সারা বাংলা

‘রোহিঙ্গাদের হত্যা বড়ই নির্মম ও বেদনাদায়ক’

নাটোর প্রতিনিধি : প্রখ্যাত কথাসাহিত্যিক  হাসান আজিজুল হক বলেছেন, নবজাতকদের জন্য এই পৃথিবীটা এখনো বাসযোগ্য হয়ে ওঠেনি। পৃথিবীতে নবজাতকদের বাসযোগ্য করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে উচ্ছেদের নামে ছোট ছোট শিশুকে হত্যা করছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারীসহ সব বয়সি মানুষকে। এটা বড়ই নির্মম ও বেদনাদায়ক। সব বিবেকবান মানুষকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এ সব কথা বলেন। ‘পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ-মৌলবাদ রুখে দাঁড়াও-মুক্তিযুদ্ধের মূল চেতনা শোষণহীন সমাজ তথা সমাজতন্ত্রের সংগ্রাম’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে নাটোর জেলা রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি। এতে জেলার সব বাম সংগঠন অংশগ্রহণ করে। হাসান আজিজুল হক বলেন, রোহিঙ্গারা এমন কোনো দোষ করেনি যে, তাদের এভাবে হত্যা করতে হবে। দেশ থেকে বিতাড়িত করতে হবে। তারা সে দেশে দুবেলা খাবার না পাক, অন্তত তাদের বাসস্থান থাকুক এটা করতে পারতো সরকার। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আনছার আলী দুলালের সভাপতিত্বে সেমিনারে হাসান আজিজুল হক আরো বলেন, বাংলাদেশের সম্পদ যাচ্ছে অল্প সংখ্যক মানুষের কাছে। মৌলবাদের আক্রমণ প্রতিটি জনজীবনে। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে তাদের কথা শোনা যায় না। যারা যুদ্ধ করেনি তাদেরই লম্প-ঝম্প বেশি শোনা যায়। রুশ বিপ্লবের মূল শক্তি ছিল জমি, শান্তি ও খাদ্য। সেই রুশ বিপ্লবের মাধ্যমে তখন সমাজের সব গ্লানি, উৎপীড়ন, শোষণ নিরাময় হয়েছিল। তিনি আরো বলেন, বিপ্লবের অনেক শর্ত আছে তা পূরণ করতে না পারলে বিপ্লব হবে না। যারা সেমিনারে বক্তব্য শুনছেন তাদের বেছে নিতে হবে তারা কি শিখবেন, নাকি বাস্তবায়ন করবেন। বিপ্লব করতে হলে সূক্ষ্ম পরিকল্পনা প্রণয়ন করা দরকার। তা না হলে বিপ্লব হবে না। সেমিনারে আরো বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ডা. জাকির তালুকদার, জেলা রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রবীণ সাংবাদিক রেজাউল করিম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক হারুনুর রশীদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, সাম্যবাদী দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিরেন সাহা, বাসদের জেলা সমন্বয়ক দেবাশিষ রায় প্রমুখ। সেমিনার শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২২ অক্টোবর ১০ হাজার মানুষকে নিয়ে নাটোরে লাল পতাকা সমাবেশ করবে রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি। আর আগামী ৭ নভেম্বর ঢাকায় ৫০ হাজার মানুষের সমন্বয়ে লাল পতাকা সমাবেশ করা। রাইজিংবিডি/নাটোর/১৪ সেপ্টেম্বর ২০১৭/এমএম আরিফুল ইসলাম/রুহুল