সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার গ্রামে নাসরিন আক্তার (২১) নামে এক গৃহবধূ হত্যা মামলায় তার স্বামী-শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এলোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নাসরিনের স্বামী রেজাউল করিম ও তার শ্বশুর নুর ইসলাম। বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের টাঙ্গাইল থেকে বালিয়াডাঙ্গী আনা হয়েছে। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীর বোয়ালধার গ্রামের রেজাউল করিমের স্ত্রী নাসরিনের লাশ একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নাসরিনের বাবা একই উপজেলার চাড়োল গ্রামের নাজিম উদ্দীন অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে নাসরিনের স্বামী রেজাউল করিম, শ্বশুর নুর ইসলাম, শাশুড়ি আনোয়ারা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা করেন। রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৫ সেপ্টেম্বর ২০১৭/তানভীর হাসান তানু/উজ্জল/রুহুল