সারা বাংলা

কুষ্টিয়ায় ২২৪ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

কুষ্টিয়া প্রতিনিধি : আগামী ২৫ সেপ্টেম্বর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই বছর কুষ্টিয়ায় ২২৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে রং-তুলির শেষ আঁচড়ের কাজ। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। দর্শনার্থীদের মুগ্ধ করতে ও নিজেদের অস্তিত্ব জানান দিতে একই সঙ্গে প্যান্ডেল ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মন্দির কর্তৃপক্ষ। জেলা প্রশাসক মো. জহির রায়হান মন্দিরগুলোতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। প্রতিমা শিল্পীরা জানান, জেলায় সবচেয়ে আকর্ষণীয় প্রতিমা তৈরি হচ্ছে সদর উপজেলার ফাল্গুনি সংঘ, নবযুবক সংঘ ও বৈশাখী সংঘের মণ্ডপে।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস জানান, এই বছর সদর উপজেলায় ৭৪টি, দৌলতপুর উপজেলায় ১১টি, ভেড়ামারা উপজেলায় ৮টি, মিরপুর উপজেলার ২৩টি, কুমারখালী উপজেলায় ৫১টি ও খোকসা উপজেলায় ৫৭টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। তিনি জানান, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ প্রত্যেক মন্দিরের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান জানান, সরকার থেকে প্রতিটি মন্দিরকে কিছু সহায়তা দেওয়া হয়। কারিগররা যাতে সুষ্ঠুভাবে প্রতিমা তৈরি করতে পারেন সেজন্য জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলেন, যেকোনো নাশকতা এড়াতে প্রতিটি মন্দিরে সার্বক্ষণিক নজরদারি চলছে। এ ছাড়া যেসব প্রতিমা শিল্পী কাজ করছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকেও নজর রাখা হচ্ছে। রাইজিংবিডি/কুষ্টিয়া/১৫ সেপ্টেম্বর ২০১৭/কাঞ্চন কুমার/রুহুল