সারা বাংলা

রেলের ২ স্টেশন মাস্টারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সংসদ সদস্য তানভীর ইমাম পড়ে যাওয়ার ঘটনায় দুই স্টেশন মাস্টারের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। পাকশী রেল বিভাগের ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, তদন্তে স্টেশন মাস্টার এস এম সামসুল আলম ও সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। পরে তাদের স্বপদে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর উল্লাপাড়া স্টেশনে ঢাকাগামী চিত্রা আন্তঃনগর ট্রেনে স্ত্রীকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সংসদ সদস্য তানভীর ইমাম পড়ে গিয়ে আহত হন। এ ঘটনায় সংসদ সদস্যের লোকজন স্টেশন মাস্টারকে মারপিট করে। পরে সংসদ সদস্য রেল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিলে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২০ সেপ্টেম্বর ২০১৭/অদিত্য রাসেল/বকুল