সারা বাংলা

বান্দরবানে ত্রাণ বোঝাই ট্রাক খাদে, নিহত ৯

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছ্নে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ট্রাকটি মিয়ানমার সীমান্তের চাকঢালা এলাকায় যাচ্ছিল। চাকঢালা এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও ১৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে আরো তিনজন মারা যান। আহতদের বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

       

রাইজিংবিডি/বান্দরবান/২১ সেপ্টেম্বর ২০১৭/বাসু দাশ/উজ্জল