সারা বাংলা

দেশকে মাদক মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই : শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশকে মাদক মুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা দরকার। শনিবার বিকেলে ঝালকাঠির পুরাতন স্টেডিয়ামে মাদকবিরোধী স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক এএম হাফিজুর রহমান। ফাইনাল খেলায় ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ১-০ গোলে উদ্বোধন মাধ্যমিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রাইজিংবিডি/ঝালকাঠি/২৩ সেপ্টেম্বর ২০১৭/অলোক সাহা/রুহুল