সারা বাংলা

হেরোইন রাখার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরে মাদকদ্রব্য হেরোইন রাখার অপরাধে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত বাহারুল ইসলাম (৫২) নরসিংদীর শিবপুর গ্রামের মৃত আইয়ুব আলী আহম্মেদের ছেলে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান পরিচালনা করে নাটোর সদর থানা পুলিশ। বাসের একটি সিটের ভিতর ছোট চারটি প্যাকেটে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।   রাইজিংবিডি/নাটোর/২৫ সেপ্টেম্বর ২০১৭/এম এম আরিফুল ইসলাম/বকুল