সারা বাংলা

ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সাতক্ষীরা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ বুধবার থেকে টানা ছয়দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে, এ সময় ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া বলেন, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই ছয় দিনে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

       

রাইজিংবিডি/সাতক্ষীরা/২৭ সেপ্টেম্বর ২০১৭/এম শাহীন গোলদার/উজ্জল