সারা বাংলা

‘রোহিঙ্গাদের ফেরতে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা আদায় দরকার’

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ পাঠাতে বাংলাদেশ সরকারের বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা আদায় করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিয়ানমার তাদের নাগরিকদের পাঠিয়ে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। বাংলাদেশ সরকারের উচিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ পাঠাতে ভারত, চীন ও রাশিয়াসহ বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা আদায় করা। বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার কথা উল্লেখ করে বলেন, বিএনপি আগে থেকে সেনা বাহিনী মোতায়েনের কথা বলে আসছিল। এখন রোহিঙ্গাদের আবাসন, চিকিৎসা, পয়ঃনিষ্কাশনসহ জরুরি সাপোর্টগুলো দেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল উখিয়ার বালুখালীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন এবং বালুখালী, থাইংখালী ও হাকিমপাড়া পয়েন্টে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। উখিয়ার বেশ কয়েকটি পয়েন্টে স্যানিটেশন কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। রাইজিংবিডি/কক্সবাজার/২৭ সেপ্টেম্বর ২০১৭/সুজাউদ্দিন রুবেল/বকুল