সারা বাংলা

রোহিঙ্গাবাহী ট্রলারডুবি, ১৪ জনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : জেলার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের কাছে রোহিঙ্গাদের বহনকারী ট্রলার ডুবির ঘটনায় ১৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ট্রলার ডুবির এই ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে ইনানীর পাতুয়ারটেক সমুদ্র সৈকত এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। স্থানীয় জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, বিকেলে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী একটি ট্রলার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছে ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। ঘটনার পর স্থানীয় জেলেরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত ১৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে। উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের আরো একটি দল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন।

 

রাইজিংবিডি/কক্সবাজার/২৮ সেপ্টেম্বর ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রুহুল