সারা বাংলা

হাসপাতালের ২২ দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২২ দালালকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাত থেকে ১৫ দিন কারাদণ্ড দিয়েছেন। এর আগে র‌্যাব-৬- এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, বেলা সাড়ে ১১টা থেকে খুমেক হাসপাতালে অভিযান শুরু হয়। এ সময় গ্রেপ্তারকৃত ২২ দালালের মধ্যে ২০ জন নারী এবং দুইজন পুরুষ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জন নারীকে সাত দিন করে এবং এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দুইজন পুরুষ দালালের মধ্যে একজনকে সাত দিন এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।  র‌্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, সরকারি হাসপাতাল থেকে অসহায় রোগীদের মিথ্যা তথ্য দিয়ে বাইরের বেসরকারি ক্লিনিকে নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় দালাল চক্র। এ অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, দালালরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আশপাশের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মী। রাইজিংবিডি/খুলনা/০২ অক্টোবর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল