সারা বাংলা

ককটেল ফাটিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় ককটেল ফাটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ও বিকাশের দোকান থেকে পাঁচ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় ফারুক মিয়া নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। জয়দেবপুর থানার চক্রবর্তী ক্যাম্পের ইনচার্জ এসআই মো. হারুন অর রশীদ এবং এলাকাবাসী জানায়, রাত ৯টার দিকে ৪/৫ জন ছিনতাইকারী একটি প্রাইভেট কারে করে আশুলিয়ার দিক থেকে এসে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় নেমে হঠাৎ ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় লোকজন আতংকে ছোটাছুটি শুরু করে। ছিনতাইকারীরা এবিএম ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট নাসিরের দোকান থেকে পাঁচ লাখ ও বিকাশের এজেন্টর ফারুক মিয়ার দোকান থেকে ৯০হাজার টাকা লুট করে। এ সময় ফারুক বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও মাথায় আঘাত করে। পরে ছিনতাইকারীরা টাকা নিয়ে ওই প্রাইভেট কারে করে দ্রুত পালিয়ে যায়। এসআই হারুন অর রশীদ জানান, ছিনতাইকারীদের আটকে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।  

   

রাইজিংবিডি/ গাজীপুর /৪ অক্টোবর ২০১৭/হাসমত আলী/রুহুল