সারা বাংলা

সকল রোহিঙ্গাকে কুতুপালংয়ে আনা হবে : ত্রাণমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ১৯৭৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসা নিবন্ধিত-অনিবন্ধিত ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালংয়ে নিয়ে আসা হবে। বুধবার দুপুরে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। মোফাজ্জল হোসেন বলেন, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের জন্য প্রথমে দুই হাজার একর জমি বরাদ্দ দিলেও পরবর্তীতে এটি বাড়িয়ে সাড়ে পাঁচ হাজার একর করা হয়েছে। যাতে সকল রোহিঙ্গার জন্য এই জায়গা সংকুলন হয়। রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব বাংলাদেশে পাশে রয়েছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্বের মানবতার নেত্রী, সত্যের নেত্রী ও মানুষকে ভালোবাসার নেত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, আনসার ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  রাইজিংবিডি/কক্সবাজার/৪ অক্টোবর ২০১৭/সুজাউদ্দিন রুবেল/বকুল