সারা বাংলা

গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার হাট

গোপালগঞ্জ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে লক্ষ্মী পূজা । লক্ষ্মী হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীদের ধন সম্পদের দেবী । প্রতি বছরের মতো পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূজা উপলক্ষে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। পূজা উপলক্ষে জেলার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে মণ্ডপ তৈরি করে লক্ষ্মী প্রতিমা স্থাপন করা হবে। রীতি অনুযায়ী পঞ্চমী তিথিতে লক্ষ্মী পূজা করা হবে। তাই সবাই ব্যস্ত লক্ষ্মী প্রতিমা ও পূজার সরঞ্জাম কিনতে। এ উপলক্ষে শহরের খাটরা সার্বজনীন কালী বাড়িতে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা এবং বড় প্রতিমা বিক্রি হচ্ছে ২০০ থেকে ৬০০ টাকা। এ হাটে শুধু লক্ষ্মী প্রতিমাই নয়, বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণ। সোলার ফুল, নৌকা, কলাগাছ, মালা, নলডুগলি লতা, হলুদগাছ, পদ্ম ফুলসহ বিভিন্ন উপকরণ কিনে নিচ্ছেন ক্রেতারা। রাইজিংবিডি/গোপালগঞ্জ/৫ অক্টোবর ২০১৭/বাদল সাহা/উজ্জল/টিপু