সারা বাংলা

ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীতে ডিবি পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার দুপুরে দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে। ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে রহমান জুট মিলের সাড়ে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। রহমান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান জানান, দুপুরে জুট মিলের হিসাবরক্ষক নয়ন ও ফ্লিড অফিসার পুনম রাজশাহী নগরীর ন্যাশনাল ব্যাংক থেকে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করার জন্য সাড়ে ১৭ লাখ টাকা উত্তোলন করেন। এরপর ওই টাকা মিলের গাড়িতে করে পবা উপজেলার মাহেন্দ্রায় রহমান জুট মিলে নিয়ে হচ্ছিলেন। মিলের গাড়ি নগরীর উপকণ্ঠ মতিহার থানার ইটখোলা সুগার মিল এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ডিবি পুলিশের পোশাক পরিহিত চারজন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করেন। এরপর হিসাবরক্ষক নয়ন, ফিল্ড অফিসার পুনম ও চালক নয়নকে গাড়ি থেকে নামতে বলেন। চালক নামতে না চাইলে তারা পিস্তুল দেখিয়ে জোর করে নামিয়ে টাকার ব্যাগ ও গাড়ির চাবি এবং সবার মোবাইল ফোন সেট নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।  এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রন্টু বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়েছে। নগরীর প্রবেশ পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। টাকার পরিমাণ কত সেটিও যাচাই করা হচ্ছে। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ মামলা দায়ের করবে। রাইজিংবিডি/রাজশাহী/৫ অক্টোবর ২০১৭/তানজিমুল হক/বকুল