সারা বাংলা

সরকারি খামার থেকে ৩টি গরু চুরি

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার থেকে তিনটি উন্নত জাতের গরু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের সাত কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার তাদের বরখাস্ত করা হয়। প্রতিষ্ঠানের সহকারী পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা কাঞ্চন জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে খামারের গরুর শেড থেকে দুটি এবং গরুর হাসপাতাল থেকে একটি গরু চুরি হয়ে যায়। পরের দিন হাসপাতালের কাছে একটি গরুর জবাই করা মাথা পাওয়া যায়। বিষয়টি নিয়ে কর্মীরা মুখ না খোলায় তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে খামারের শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললেও তাদের শাস্তির আওতায় আনা হয়নি। এ বিষয়ে দুপুরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। রাইজিংবিডি/সাভার/৫ অক্টোবর ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/বকুল