সারা বাংলা

কাজে যোগ দিলেন খুলনার পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার রাষ্ট্রায়ত্ব তিনটি পাটকলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। রোববার ভোরে তারা কাজে যোগ দেন। ফলে বন্ধ থাকা ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার জুটমিলে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। এর আগে শনিবার রাতে খুলনা সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজেএমসি, পাটকল কর্মকর্তা ও সিবিএ নেতাদের বৈঠকে বকেয়া মজুরি প্রদানের আশ্বাসে আন্দোলনরত শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ত তিন পাটকলের শ্রমিকরা ভোর থেকে কাজ শুরু করেছেন। ফলে উৎপাদন শুরু হয়েছে। স্টার জুট মিলের সিবিএ সভাপতি বেল্লাল মল্লিক জানান, বকেয়া মজুরি প্রদানের আশ্বাসে রোববার ভোর থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, ৭ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় বুধবার প্লাটিনাম ও বৃহস্পতিবার ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দেন। এ ছাড়া ৫ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় স্টার জুট মিলের শ্রমিকরা শনিবার উৎপাদন বন্ধ করে দেন। ক্রিসেন্ট জুট মিলে ৫ হাজার, প্লাটিনামে ৫ হাজার ও স্টারে সাড়ে ৪ হাজার শ্রমিক রয়েছেন। রাইজিংবিডি/খুলনা/৮ অক্টোবর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/উজ্জল