সারা বাংলা

নৌকাডুবি : ১২ রোহিঙ্গার লাশ উদ্ধার, নিখোঁজ ২০

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার সকাল ৯টা পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনো ২০ জন নিখোঁজ রয়েছেন। রোববার রাত ১১টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলারচর পয়েন্টে নৌকাডুবির ঘটনা ঘটে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর উখিয়া উপজেলার ইনানী সৈকতের কাছে সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ২০ জন মারা যান। নৌকাডুবিতে সাঁতরিয়ে কূলে উঠে আসা মোহাম্মদ জাফর আলম জানান, তার মা আয়েশা খাতুন ও স্ত্রী মাজেদা বেগম তীরে উঠে আসতে পারলেও দুই বোন ও দুই শিশু নিখোঁজ রয়েছে। নৌকায় ৪০ জনের মতো রোহিঙ্গা ছিল। নৌকাটি শাহপরীর দ্বীপের ঘোলারচর পয়েন্টে ঢেউয়ের কবলে উল্টে যায়।

 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ঘোলারচরে নৌকাডুবির খবর পাওয়ার পর পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ১টার দিকে এক বৃদ্ধা ও ১৩ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার সকাল ৯টা পর্যন্ত আরো ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলামও রোহিঙ্গাবাহী এই নৌকাডুবির খবর নিশ্চিত করেছেন। 

   

রাইজিংবিডি/কক্সবাজার/৯ অক্টোবর ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল/টিপু