সারা বাংলা

বরিশালে বৃষ্টি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : গভীর সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের ফলে বরিশাল নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে জনজীবনে স্থরিরতা নেমে এসেছে।  আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. আনিছুর রহমান জানান, গভীর সমুদ্রে নিম্নচাপের কারণে আকাশে মেঘমালার সৃষ্টি হওয়ায় বরিশালে বৃষ্টি অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বরিশাল নদী বন্দরে ২ নম্বর সংকেত রয়েছে। তবে আগামী শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছেন তিনি। বরিশালে বিআইডব্লিটিএ'র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, বরিশালে অভ্যন্তরীণ নৌ-রুটে ৬৫ ফুটের নিচে যাত্রীবাহী লঞ্চ নেই। যার কারণে ২ নম্বর সতর্ক সংকেত থাকলেও বরিশাল নদী বন্দর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

   

রাইজিংবিডি/বরিশাল/২০ অক্টোবর ২০১৭/জে. খান স্বপন/বকুল