সারা বাংলা

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মায়ের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালিতে মেয়েকে উত্যক্তের  প্রতিবাদ করায় হামলা চালিয়ে মায়ের হাত ভেঙে দিয়েছে বখাটেরা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত নারী হলেন নগরীর শ্যামপুর মধ্যপাড়ার জয়নব বেগম (৫৩)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জয়নবের ভাই আবদুস সালাম জানান, শুক্রবার সন্ধ্যার পর তার বোন জয়নব ভাগ্নিকে (২০) নিয়ে পার্শ্ববর্তী ঠান্ডাবাড়ি এলাকায় চিকিৎসকের কাছে যান। বাড়ি ফেরার পথে শ্যামপুর মোল্লাপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে সজিবের নেতৃত্বে কয়েকজন বখাটে তার বোনের সামনেই ভাগ্নিকে উত্যক্ত করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে বখাটেরা হাতুড়ি দিয়ে জয়নবের দুই হাত ভেঙে দেয়। স্থানীয় লোকজন এ সময় এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এ ব্যাপারে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রন্টু বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেননি। তবে শুনেছি আহত নারী রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাইজিংবিডি/রাজশাহী/২১ অক্টোবর ২০১৭/তানজিমুল হক/রুহুল