সারা বাংলা

হোটেলে গ্রেপ্তার ১৬ নারী-পুরুষের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন নারী-পুরুষকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বি এম কুদরত-ই-খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় আবাসিক হোটেল ‘হ্যাপী ডে ইন’ এবং হোতাপাড়া এলাকায় ‘বৈশাখী আবাসিক হোটেলে’ অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুটি হোটেল থেকে আটজন নারী ও আটজন পুরুষকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট নারীকে ১৫ দিন করে এবং আট পুরুষকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাইজিংবিডি/গাজীপুর/২২ অক্টোবর ২০১৭/হাসমত আলী/বকুল