সারা বাংলা

সংবাদ সম্মেলন করে নিরাপত্তা দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের বাসিন্দা ইয়াসমিন ইসলাম ও তার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।   সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা ও পৈত্রিক সম্পত্তির নায্য হিস্যা দাবি করেছেন ইয়াসমিন ইসলাম। এ ব্যাপারে কোতোয়ালি থানায় হুমকি দাতাদের নাম উল্লেখ করে জিডি করতে গেলে থানা জিডি নেয়নি বলে অভিযোগ করেন তিনি। ইয়াসমিন বলেন, শহরের গাঙ্গিনারপাড় সড়কে আসাদ মার্কেট, মালগুদামসহ বিভিন্ন স্থানে মরহুম নুরুল হক ওরফে হিরু মিয়া কয়েক কোটি টাকার সম্পদ এবং তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ইয়াসমিন ইসলামের ভাই নাদিম ও আসাদ মিলে আলাদা স্ট্যাম্পে বণ্টননামা করে তাতে তাকে স্বাক্ষর দিতে বলেন। এতে ইয়াসমিন ইসলাম রাজি না হওয়ায় তাকে প্রকাশ্যে ও টেলিফোনে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। এ জন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ইয়াসমিনের চাচা শামসুল হক রতন মিয়া, চাচী রেহেনাসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ময়মনসিংহ/২৩ অক্টোবর ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল