সারা বাংলা

গোপালগঞ্জে উদীচীর সূবর্ণজয়ন্তী উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ শোভাযাত্রার আয়োজন করে। আজ রোরবার সকালে শেখ ফজলুল হক মনি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী সূবর্ণজয়ন্তী শুরু হয়। এ সময় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ আবু হোসেন, সাংবাদিক ও কবি দীপঙ্কর গৌতম, জেলা উদীচী সংসদের সাবেক সভাপতি এনায়েত হোসেন, জেলা উদীচী সংসদের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা উদীচী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিকেলে শেখ ফজলুল হক মনি অডিটোরিয়াম চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। আগামীকাল সোমাবার উদীচীর নাটক ‘নাশ লীলা’, গীতি-নৃত্য-ন্যাট্য ‘নকশীর কাঁথার মাঠ’ এবং ভারতের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক সংগঠন দশ রুপক গীতি আলেখ্য ‘যে আছে মাটির কাছাকাছি’ পরিবেশন করবে। রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৯ অক্টোবর ২০১৭/বাদল সাহা/বকুল