সারা বাংলা

হেরোইন বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নাটোর সংবাদদাতা : নাটোরে মাদকদ্রব্য হেরোইন বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিযেছেন আদালত।  বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাছের আলী (৫৫) নাটোরের সিংড়া উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত নঈমুদ্দিন শেখের ছেলে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৫ সালের ২০ এপ্রিল নাছের আলী রাজশাহী থেকে বরিশালগামী যাত্রীবাহী বাসে করে নাটোরে ফিরছিলেন। বাসটি নাটোর শহরের হুগোলবাড়িয়া এলাকার স্টেশন রেলগেটে পৌঁছালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় নাছের আলীর বসার সিটের নিচ থেকে দুই প্যাকেটে ১০০ গ্রাম করে ২০০ গ্রাম হেরোইন জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়।   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাদী হয়ে ওই দিন বিকেলে নাটোর সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। রাইজিংবিডি/নাটোর/১ নভেম্বর ২০১৭/এম এম আরিফুল ইসলাম/বকুল