সারা বাংলা

রসিক নির্বাচন: বিলবোর্ড, পোস্টার সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারণার বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন, ব্যানার বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার। সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরিয়ে নিতে বুধবার বিকেল থেকে নগরীতে মাইকিং শুরু করেছে প্রশাসন। নির্দেশনা অমান্য করলে কোনো প্রার্থী বিজয়ী হলেও জরিমানসহ কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে আইনে। রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, বুধবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান আগাম প্রচারণা বন্ধে নির্দেশনা সম্বলিত চিঠি পাঠিয়েছেন। নির্দেশনায় রংপুর বিভাগীয় কমিশনারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে সম্ভাব্য প্রার্থীদের নিজ উদ্যোগে প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। সেই চিঠির আলোকে প্রার্থীদের আগাম প্রচারণা থেকে বিরত রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অনুযায়ী, এ বিধান লঙ্ঘনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা আছে। বিভাগীয় কমিশনার আরো বলেন, আগামী ৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ভোট গ্রহণ হবে ২১ ডিসেম্বর। জেলা নির্বাচন কর্মকর্তাসাহতাব উদ্দিন জানান, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্র বৈধ ঘোষণার আগে প্রার্থী প্রচারণায় যেতে পারেন না। তবে প্রতীক নিয়ে প্রচারণায় যেতে পারেন প্রতীক বরাদ্দের পর। তাই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় পর্যন্ত দেয়াল লিখন, পোস্টার, বিলবোর্ড, ব্যানার, তোরণ ও গেট নির্মাণসহ সব ধরনের প্রচার নিষিদ্ধ। রাইজিংবিডি/রংপুর/১ নভেম্বর ২০১৭/নজরুল মৃধা/বকুল