সারা বাংলা

ঢাকায় খুন হওয়া বাবা-মেয়ের লাশ দাফন সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকার বাড্ডায় খুন হওয়া জামিল শেখ ও তার শিশু কন্যা নুসরাতের লাশ গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় দাফন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বনগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা মাঠে প্রথমে জামিল শেখের জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে একই স্থানে মেয়ে নুসরাতের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বনগ্রাম পূর্বপাড়া কবর স্থানে বাবা-মেয়েকে দাফন করা হয়। এ সময় নিহত জামিল শেখের তিন ভাই ফারুক শেখ, ইবুল শেখ ও শামিম শেখসহ বনগ্রাম ও আশাপাশ এলাকার সহশ্রাধিক লোক উপস্থিত ছিলেন। নিহতের স্বজনরা জানায়, জামিলের পরিবারে বেশ কয়েক বছর যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। সর্বশেষ মাস দুয়েক আগে জামিলের স্ত্রী আর্জিনা বেগম ঝগড়া করে ছোট ছেলেকে নিয়ে বাবার বাসা সাভারে চলে যায়। সপ্তাহ খানেক আগে উভয় পক্ষের লোকজন মীমাংসা করে আর্জিনাকে বাসায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে বাড্ডার হোসেন মার্কেটের ময়নারটেক এলাকার ৩০৬ নম্বর গোরস্থান রোডের তৃতীয় তলার চিলেকোঠায় খুন হয় জামিল শেখ ও তার শিশু কন্যা নুসরাত। জমিল শেখের স্ত্রী আর্জিনার পরকীয়া প্রেমের কারণে স্বামী ও শিশু কন্যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাইজিংবিডি/গোপালগঞ্জ/৩ নভেম্বর ২০১৭/বাদল সাহা/রুহুল