সারা বাংলা

রাজশাহীর ১০০ প্রতিবন্ধী পেল জেলা পরিষদের সাদাছড়ি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে একটি করে সাদাছড়ি দিয়েছে জেলা পরিষদ। রোববার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে তিনি জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা রাজশাহী শাখার সদস্য ১০০ দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদাছড়ি তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়। তাই তাদের কল্যাণে সমাজের সব মানুষকেই এগিয়ে আসতে হবে। এ ধরনের চিন্তা থেকেই দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলে সুবিধার জন্য জেলা পরিষদ তাদের মাঝে সাদাছড়ি বিতরণ করছে। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা ও জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান বক্তব্য দেন। রাইজিংবিডি/রাজশাহী/৫ নভেম্বর ২০১৭/তানজিমুল হক/রুহুল