সারা বাংলা

বরিশালে ৫৫ করদাতাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :  বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি এলাকার ৫৫ জন করদাতাকে পাঁচ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে নগরীর হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বল রুমে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। বরিশাল কর অঞ্চলের কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু। প্রধান অতিথির বক্তব্যে জেবুন্নেছা আফরোজ বলেন, মানুষ এখন কর না প্রদানের প্রবণতা থেকে দূরে সরে আসছেন। আর এই কর প্রদানের ফলে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। এর সুবিধা ভোগ করছেন সারা দেশের মানুষ। অনুষ্ঠানে বিভাগের ছয় জেলার ছয় পরিবারকে ‘করবাহাদুর’ সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রধান করা হয়। এ ছাড়া  ছয় জেলা ও সিটি করপোরেশন এলাকার প্রতিটিতে সর্বোচ্চ কর দাতা তিনজন, দীর্ঘ মেয়াদি কর দাতা দুজন, সর্বোচ্চ কর দাতা  নারী একজন, তরুণ করদাতা একজন করে মোট ৪৯ জনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রধান করা হয়। রাইজিংবিডি/বরিশাল/৮ নভেম্বর ২০১৭/ জে. খান স্বপন/রুহুল