সারা বাংলা

উত্তরপত্রের ফটোকপি বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেএসসি পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. তাছলিমা আলী ব্যবসায়ী সুরেশ বিশ্বাসকে এই সাজা দেন। একই সঙ্গে তার ফটোকপির দোকান সিলগালা করা হয়েছে। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান জানিয়েছেন, বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয় পরীক্ষার উত্তরপত্র সুরেশ বিশ্বাস বিক্রির জন্য ফটোকপি করছিলেন। এ সময় পুলিশ খবর পেয়ে তাকে উত্তরপত্রসহ গ্রেপ্তার করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোসা. তাছলিমা আলী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সুরেশ বিশ্বাসকে দুই বছরের কারাদণ্ড দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাইজিংবিডি/গোপালগঞ্জ/৮ নভেম্বর ২০১৭/বাদল সাহা/বকুল