সারা বাংলা

আবার ভেলায় ভেসে ১৩০ রোহিঙ্গার অনু্প্রবেশ

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নাফনদী ভেলায় চড়ে পাড়ি দিয়ে বৃহস্পতিবার আরো ১৩০ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে। বুধবারের মতো প্লাস্টিকের কৌটা ও বাঁশ দিয়ে তৈরি দুটি ভেলায় ভেসে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম। তিনি জানান, বিকেলে টেকনাফের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া ও জেটি ঘাট এলাকা দিয়ে দুটি ভেলায় ১৩০ রোহিঙ্গা অনুপ্রবেশ করে। যার মধ্যে ৬১টি শিশু, ৪০ জন নারী এবং ২৯ জন পুরুষ রয়েছে। সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ করায় রোহিঙ্গারা এখন ভেলা ভাসিয়ে বাংলাদেশে পাড়ি দিচ্ছে। নৌকার চলাচল নাফ নদীতে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবারও ৫২ জন রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে একই কায়দায়। এদের সবাইকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। ভেসে আসা নূর মোহাম্মদ জানান, নৌকার সংকটের কারণে নিজেরা ভেলা বানিয়ে ভেসে বাংলাদেশে এসেছেন। রাইজিংবিডি/কক্সবাজার/০৯ অক্টোবর ২০১৭/রুবেল/বকুল