সারা বাংলা

টিটু রায় ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের সদর উপজেলার পাগলাপীর এলাকায় ধর্ম আবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত টিটু রায়কে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (গঙ্গাচড়া) এর বিচারক দেবাংশু কুমার সরকার এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় রাজু আহমেদ ধর্ম আবমানানার অভিযোগে টিটু রায়ের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার সকালে টিটু রায়কে নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র এসআই বাবুল ইসলাম আদালতে টিটুকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফেসবুকে ছবি পোস্টকে কেন্দ্র করে এক দল দুর্বৃত্ত পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ১১টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছেন। দুই মামলায় মঙ্গলবার রাতে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ১৫৯ জন গ্রেপ্তার হয়েছে। রাইজিংবিডি/রংপুর/১৫ নভেম্বর ২০১৭/নজরুল মৃধা/বকুল