সারা বাংলা

গুম-অপহৃতদের উদ্ধারে সক্ষম হবো : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : অতীতের মতো গুম বা অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ সক্ষম হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘‘গুম হউক, অপহরণ হউক আমরা সেগুলোর মামলা নিয়েছি, জিডি করেছি। পুলিশ চেষ্টা করছে তাদের উদ্ধার করার জন্য। অতীতে যতগুলো অপহরণ হয়, আমরা তো অধিকাংশই উদ্ধার করতে সক্ষম হয়েছি। কাজেই আমরা আশাবাদী হয়ত তাদের উদ্ধার করতে সক্ষম হবো।’’  বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সম্প্রতি গুমের ঘটনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি গাজীপুরের পুলিশ লাইনস ময়দানের অনুষ্ঠানে যোগ দিয়ে সমাবেশে অভিবাদন গ্রহণ, বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এসবি) জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ। পরে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাইজিংবিডি/গাজীপুর/১৬ নভেম্বর ২০১৭/হাসমত আলী/বকুল