সারা বাংলা

‘সহিংসতা হলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে’

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : বিএনপিকে উদ্দেশ করে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে আবার সহিংসতা করলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কালীনগর গ্রামের ১২৪০ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়ে নৌকার প্রতীকে ভোট চান তিনি। অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। অ্যাডভোকেট আনিসুল হক বলেন,  ‘‘আমি ধাপ্পাবাজির রাজনীতি করি না। পিঠ চাপড়ানোর রাজনীতিও করি না। আমার মা-বোন-বাবাদের কাছে যখন যেই কথা দেই, তা আমি রাখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। সেই ভালবাসার কারণেই আজ উপজেলার শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে পেরেছি।’’ আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেযারম্যান মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন প্রমুখ। এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দক্ষিণ ইউনিয়নে দুটি স্লুইস গেট নির্মাণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।  

   

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/১৭ নভেম্বর ২০১৭/সমীর চক্রবর্তী/বকুল