সারা বাংলা

কর্ণফুলী ইপিজেডে এডেক্সের ট্রান্সফরমার স্থাপনে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেড-এ সংযোজিত হচ্ছে এডেক্স কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের ৩৩/১১ কেভি ট্রান্সফরমার । এ ব্যাপারে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন (বেপজা) ও দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এডেক্স কর্পোরেশন লিঃ এর মধ্যে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। উত্তর পতেঙ্গাস্থ কর্ণফুলী ইপিজেড-এর সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান  সম্পন্ন হয়। বেপজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কেইপিজেড এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: হাসানুজ্জামান। এডেক্স এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: কামরুজ্জামান মিলন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডেক্স এর চট্টগ্রাম জোনাল ইনচার্জ  প্রকৌশলী ইজাজ মাহমুদ চৌধুরী, সেলস্ ইঞ্জিনিয়ার মো: রোকন উদ্দীন চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সম্পদ রায়। বেপজার কর্ণফুলী ইপিজেড এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) গিয়াস উদ্দীন আহম্মেদ চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এ.জে.এম সালেহ। চুক্তির আওতায় এডেক্স কর্পোরেশন কর্ণফুলী ইপিজেডে’র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করতে দুটি ১৬/২০ এমভিএ ক্ষমতা সম্পন্ন ৩৩/১১ কেভি ট্রান্সফরমার স্থাপন করবে। এডেক্স এর ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান মিলন বলেন, এডেক্স কর্পোরেশন দেশের ট্রান্সফরমার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে উৎপাদিত ট্রান্সফরমার  ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড ও বেলজিয়ামে রপ্তানি হচ্ছে- যা দেশের জন্য অত্যন্ত গর্বের। তাই বেপজা এডেক্স কর্পোরেশনের উপর আস্থা রেখেছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ নভেম্বর ২০১৭/রেজাউল/টিপু