সারা বাংলা

চট্টগ্রামের ৯টি সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম শুরু ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ৯টি সরকারি বিদ্যালয়ে ২০১৮ সালের শিক্ষাবর্ষে তিন ক্লাস্টারে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর থেকে। ৩০ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণ শেষ হবে ১৪ ডিসেম্বর। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৯ ডিসেম্বর, শেষ হবে ২৭ ডিসেম্বর। পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৮৩৫টি আসনে ক্লাস্টার ভিত্তিক এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ক্লাস্টারে অনলাইনে আবেদন করতে টেলিটকের মাধ্যমে ১৭০ টাকা ফি দিতে হবে। তিন ক্লাস্টারে আবেদন করলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে তিনবার ফি দিতে হবে। চট্টগ্রামের সরকারি স্কুলসমূহে ভর্তি কার্যক্রম শুরু ও এই সংক্রান্ত নিয়মাবলীর দিন তারিখ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান । চট্টগ্রা জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর ৯টি সরকারি স্কুলের মধ্যে পঞ্চম শ্রেণিতে ২০০০টি, ষষ্ঠ শ্রেণিতে ৬৮৫টি, সপ্তম শ্রেণিতে ৮০টি, অষ্টম শ্রেণিতে ১৯০টি, নবম শ্রেণিতে ৮০০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং অষ্টম শ্রেণির (জেএসসি/জেডিসি) পরীক্ষার ফলাফল ঘোষণার পর নবম শ্রেণির ভর্তি ফলাফল ঘোষণা করা হবে। এরমধ্যে ‘ক’ ক্লাস্টারে রাখা হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ‘খ’ ক্লাস্টারে রাখা হয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ‘গ’ ক্লাস্টারে রাখা হয়েছে সরকারি মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা)। আগামী ১৯ ডিসেম্বর ‘ক’ গ্রপের পঞ্চম শ্রেণির পরীক্ষা সকালে ও বিকেলে ষষ্ঠ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর ‘খ’ গ্রুপের পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা সকালে ও বিকেলে ষষ্ঠ শ্রেণির পরীক্ষা এবং ২৭ ডিসেম্বর ‘গ’ গ্রুপের পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণির পরীক্ষা সকালে এবং বিকেলে ষষ্ঠ শ্রেণির পরীক্ষা। সকালের পরীক্ষা ১০টা থেকে ১২টা এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি   ওয়েবসাইটে পাওয়া যাবে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ নভেম্বর ২০১৭/রেজাউল/রুহুল