সারা বাংলা

কিশোরগঞ্জে সিপিবি-বাসদের মিছিলে লাঠিচার্জ, আহত ৬

কিশোরগঞ্জ প্রতিনিধি : বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা বৃহস্পতিবারের অর্ধদিবস হরতালের সমর্থনে কিশোরগঞ্জে মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ছয়জন। আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা সারা দেশে এই হরতাল কর্মসূচির ডাক দেয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের গৌরাঙ্গবাজার এলাকার সিপিবি অফিস থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিল সড়ক ঘুরে পুরানথানা মোড় এলাকায় পৌঁছলে পুলিশ তাদের প্রথমে বাধা দেয়। এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নেতা-কর্মীদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং ব্যানার, পোস্টার ও লিফলেট ছিনিয়ে নেয়। এ সময় জেলা সিপিবির সাধারণ সম্পাদক এনামুল হকসহ সংগঠন দুটির ছয় নেতা-কর্মী আহত হন। রাইজিংবিডি/কিশোরগঞ্জ/৩০ নভেম্বর ২০১৭/রুমন চক্রবর্তী/এসএন